প্রবাসীদের ডকুমেন্টারী ‘ইন সার্চ অব বেঙ্গলি হারলেম` প্রদর্শিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২৩, ১২:০৭:১৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রদর্শিত হলো বাংলাদেশি-আমেরিকানদের নিয়ে তৈরি ফিচার ডকুমেন্টারি ‘ইন সার্চ অব বেঙ্গলি হারলেম। ২৭ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যায় ডাউনটাউন ম্যানহাটানে বিএমসিসির ট্রাইবেকা পারফর্মিং আর্ট সেন্টারে এটি প্রদর্শিত হয়।
৮৪ মিনিটের এ প্রামাণ্যচিত্রের পরিচালক ভারতীয় বংশোদ্ভূত গবেষক, লেখক ও অধ্যাপক বিবেক বাল্ড, সহকারী পরিচালক আলাউদ্দিন উল্লাহ।
এতে স্বাগত বক্তব্য দেন ম্যানহাটান কমিউনিটি কলেজের ছাত্র নাবিল শাহ ও কিউনির এশিয়ান-আমেরিকান বিষয়ক অস্থায়ী পরিচালক সোনিয়া মুন্সি।
প্যানেল আলোচনা সঞ্চালনা করেন নাদিয়া হোসাইন। প্যানেলিস্টরা ছিলেন তথ্যচিত্রটির সহকারী পরিচালক আলাউদ্দিন উল্লাহ, পরিচালক বিবেক বাল্ড, নাহার আলম, নিউ ইয়র্ক সিটির কাউন্সিলওম্যান শাহানা হানিফ, নাদিয়া আহমদ ও নেসার ভূঁইয়া।
আলাউদ্দিন উল্লাহ বলেন, “যুক্তরাষ্ট্রে বাঙালির বসতির আদিকথাকে প্রাধান্য দিয়ে বহুজাতিক এ সমাজে বাঙালিরা কীভাবে শ্রম ও মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন তা উপস্থাপন করা হয়েছে এ তথ্যচিত্রে। চেষ্টা ছিল আমার বাবার ব্যাপারে, কীভাবে তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন তা সন্ধানের সময়েই মায়ের অস্তিত্ব আবিষ্কৃত হয়।”