পাকিস্তান: দ্য ডনের সম্পাদকীয়- জনগণের ক্ষোভ সেনাবাহিনীর দিকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৩, ৫:২৯:৪৫ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: ‘ইমরান খানকে গ্রেপ্তার করায় রুবিকন অতিক্রম করেছে। পিটিআইয়ের সাথে নতুন শত্রুতা শুরুর অর্থ হল চলমান রাজনৈতিক অচলাবস্থায় আলোচনার মাধ্যমে অগ্রগতির আর কোনো আশা নেই। সাম্প্রতিক ঘটনাবলী – বিশেষ করে, সশস্ত্র বাহিনীর সাথে মিঃ খানের নতুন বাকযুদ্ধ – মনে হচ্ছে যে তাকে সম্পূর্ণ ভিন্ন কারণে নেওয়া হতে পারে। ইসলামাবাদ হাইকোর্টের প্রাঙ্গণ থেকে তাকে ধরতে পাঠানো হয়েছে পাঞ্জাব রেঞ্জার্স, ইসলামাবাদ পুলিশ নয়। এটা বিশেষ অর্থবহ নয় কি?
গতকাল ইমরান খানের গ্রেপ্তারের পর যে বিক্ষোভের ধরন এবং অবস্থান তা ইঙ্গিত দেয় যে জনগণের ক্ষোভ সেনাবাহিনীর দিকেও। সম্প্রতি খান সাহেব যখন আবার একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছিলেন, তখন তিনি প্রকৃতপক্ষে বর্তমান সামরিক নেতৃত্বের দিকে সরাসরি আঙুল তুলেছেন।’
এ কথাগুলো বলা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডন এর সম্পাদকীয়তে ।
সম্পাদকীয়টিতে আরও বলা হয়েছে- ইমরান খান, গত এক বছরে, যথেষ্ট জনসমর্থন সংগ্রহ করেছেন। তার কথার এখন এতোটা ওজন আছে যে এখন আর উপেক্ষা করতে পারবে না কেউ। যাহোক, রাজনৈতিক দৃশ্যপট থেকে ইমরান খানকে সরিয়ে দিলে কোনো সমাধান আসবে না। সারাদেশব্যাপী বিক্ষুব্ধ পরিস্থিতি যা গতকাল দেখা গেছে, তাতে মনে হচ্ছে সামাল দেওয়া কঠিন। সহিংসতা এবং সংঘাত কখনই রাজনৈতিক চ্যালেঞ্জের সদুত্তর দিতে পারে না। বিশেষত যখন অর্থনীতি ভেন্টিলেটরে থাকে। মানুষ বিক্ষুব্ধ খুব।
সম্পাদকীয়টিতে আরও বলা হয়েছে- ইমরান খানের গ্রেপ্তার সরকার এবং সংস্থাকে বিতর্কের গভীরে নিয়ে গেছে এবং তাদের নীতির প্রতি আরও বেশি জনসাধারণের অবিশ্বাসের জন্ম দেবে।




