দেশের রাজধানী ও আশেপাশে ভূমিকম্প
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৩, ৯:৩২:২০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: রাজধানী ঢাকা ও এর আশপাশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার সকাল ৫টা ৫৭মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪২ কিলোমিটার দূরে দোহারে। আর কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ১০ কিলোমিটার।




