তালিমুল কোরআন বাহরাইনের দাওরায়ে তাফসীরের সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৩, ৯:৪৪:১৮ অপরাহ্ন
আশফাক আহমেদ, বাহরাইন প্রতিনিধি: তালিমুল কোরআন বাহরাইন ইসা টাউন শাখার আয়োজনে দাওরায়ে তাফসীরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার দেশটির ইসা টাউন শহরের জুবায়ের বিন আওয়াম মসজিদে স্থানীয় সময় রাত ৯ টায় পবিত্র কোরআর তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে দাওরায়ে তাফসীরের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিমের সভাপতিত্বে ও জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার বদরুল আলম, ইঞ্জিনিয়ার মো.মোস্তফা, ইঞ্জিনিয়ার হুমায়ন, ইঞ্জিনিয়ার মন্জুর আহমেদ, মো.সালাউদ্দিন, কবির আহমেদ, মিজানুর রহমান, আব্দুল হাই, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, জাসিম উদ্দিন, ফয়েজ উল্লাহ, মোঃ সোহেল সহ বাহরাইন অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ তাওহীদ মুসলিম জনতা।
মাসব্যাপী তাফসীর মাহফিলে বিভিন্ন ভাবে সহযোগিদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।