ফাঁস হওয়া তথ্য থেকে: এ বছরের শুরুতেই বিশ্বযুদ্ধ লেগে যেত যদি না…
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৩, ৯:৪৭:১২ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে চলতি বছরের শুরুতে সর্বাত্মক হামলা চালানোর পরিকল্পনা নিয়েছিল ইউক্রেন।
যদি তারা এই হামলা চালাত তাহলে তা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারতো। এ জন্য বিষয়টি জানতে পেরে ওয়াশিংটন তাদেরকে নিবৃত করে। তা নাহলে পারমাণবিক এক যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব অস্থির হয়ে পড়তে পারতো।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর ফাঁস হওয়া ডকুমেন্ট উদ্ধৃত করে এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। পেন্টাগন থেকে ফাঁস হওয়া ওই তথ্য বলছে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান (এইচইউআর) তার এজেন্টদেরকে বড় রকমের হামলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছিলেন। এক্ষেত্রে এইচইউআরের কাছে যা কিছু আছে তা-ই ব্যবহার করতে বলা হয়।
২৪ ফেব্রুয়ারি ছিল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকী। এদিনই এই হামলার পরিকল্পনা নেয়া হয়েছিল। ইউক্রেনের কর্মকর্তাদের ফোন ট্যাপিং করে এ খবর জেনে যায় যুক্তরাষ্ট্র।
তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে সিআইএ। তাতে বলা হয়, রাশিয়ার রাজধানীতে হামলা হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ লেগে যেতে পারে। পরিকল্পিত হামলার দু’দিন আগে ২২ ফেব্রুয়ারি মার্কিন কর্মকর্তাদের জানানো হয় যে, মস্কোতে ইউক্রেনের হামলা স্থগিত রাখতে ওয়াশিংটনের অনুরোধ রক্ষা করতে রাজি হয়েছে এইচইউআর। ততক্ষণে হামলা পরিকল্পনার খবর পৌঁছে গেছে ক্রেমলিনেও। ফলে ইউক্রেন হামলার প্রথম বার্ষিকীর আগেই মস্কো ও এর আশপাশে গুরুত্বপূর্ণ বহু ভবনে স্থাপন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এ পর্যন্ত ইউক্রেনকে কঠোর শর্তের অধীনে অস্ত্র দিয়েছে পেন্টাগন। তা হলো, রাশিয়ার ভিতরে কোনো টার্গেটে মার্কিন এসব সামরিক হার্ডওয়্যার ব্যবহার করা যাবে না। তা সত্ত্বে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে উদ্বেগ বাড়তে থাকে, রাশিয়ার মাটিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করা হলে তাতে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। ওদিকে পেন্টাগনের ফাঁস হওয়া রিপোর্টে যুদ্ধের কথা প্রত্যাখ্যান করেছেন কিয়েভের একটি সূত্র।




