গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৩, ৬:১৭:৩৬ অপরাহ্ন
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে বিশ্বময় বসবাসকারী গ্রেটার সিলেটবাসীদের নিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে।
সোমবার জুমের মাধ্যমে ভ্যাচুয়ালি ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ময়নুল হক হেলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চীফ ট্রেজারার রফিকুল হায়দার, আবুল কালাম আজাদ ছুটন (সহ-সভাপতি), সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, শামীম কোরেশী (ইসি সদস্য, বিডি), আবদুল অওদদ দীপক (যুগ্ম সম্পাদক) মানিক মিয়া (সহ-সভাপতি), বাসিত চৌধুরী ( সহ-সভাপতি, সুইডেন) আবদুল হামিদ টিপু (আইন সম্পাদক), এ এম বদরুদ্দোজা, শামস উল ইসলাম, ডা. অরুপ রতন চৌধুরী, জিসকু রায় চৌধুরী, ইঞ্জিনিয়র মহিব উদ্দিন, প্রিন্সিপাল সালাম মকুল, জেনিফার ইউসুফ, শামীম আলম কোরেশি, বদরুল ইসলাম শুয়েব, ও প্রফেসর রাকিব খান সহ আরো অনেকে।
ভার্চুয়ালি এই মতবিনিময় সভায় বাংলাদেশ সহ বহির্বিশ্বের গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং একে অন্যের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বিশ্বময় বসবাসকারী গ্রেটার সিলেটবাসীর এ যেনো এক প্রাণের বন্ধন, এই সেতু বন্ধন আজীবন অটুট থাকুক, ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, আর সূখ সমৃদ্ধি, ঈদুল ফিতরের উৎসব অমাদের সকলকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হানাহানি ও হিংসা-বিদ্বেষ ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে এক আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার জন্য সবার তরে। ঈদ ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে অমাদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রতির মেলবন্ধন তৈরি করুক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে আমাদের জীবন পূর্ণতায় ভরে উঠুক। প্রতিটি মুসলমানের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করা হয়েছে।
সভায় বক্তারা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে বিগত রামাদান মাসে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন সহ বিভিন্ন কার্যক্রমে সহযোগিতাকারী সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি