নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটে’র ইফতার মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৩, ১:২৭:২৭ অপরাহ্ন
সিলেট মহানগরীতে বসবাসরত নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল ১৪ এপ্রিল শুক্রবার নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন এ হলরুমে অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল ফজল এডভোকেট এর পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে পৃর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাপরিচালক ও পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব এনামুল হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্ঠা দেশের বিশিষ্ট কার্ডিওলজিষ্ট প্রফেসর ডা. খালেদ মোহসিন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ, এস এম পি ডিসি (ট্র্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডাঃ এসএম হাবিবউল্লাহ সেলিম, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, হবিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, মৌলভী বাজার সমিতির সাধারণ সম্পাদক মাহবুব ফেরদৌস।
আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী প্রফেসর হেলিম উদ্দিন, সমিতির সহসভাপতি ছালেহ আহমদ চৌধুরী, মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, আব্দুল করিম দলা মিয়া, ইফসুফ আলম, বিআরটি কর্ম কর্তকতা জিল্লুর রহমান চৌধুরী, বয়েতউল্লাহ. শাহ মোস্তাকিম প্রিন্স, জোয়াহির, মাহুমুদ হাসান, শাহ আজাদ আলী সুমন, সালেহ আহমদ প্রমুখ।
‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী।
ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেটে মহানগরীতে বসবাসরত নবীগঞ্জ উপজেলাবাসীর প্রাণের সংগঠন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট। এই সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার কল্যাণ, শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, মানবিক সহ সকল জনকল্যাণমূখী কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে আলো ছড়াচ্ছে। সমিতির সকল সদস্যবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখছেন। বক্তারা সমিতির ঐতিহ্য ও সুনাম ধরে রেখে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। -বিজ্ঞপ্তি



