কুয়েত: আঞ্জুমানে আল ইসলাহ’র ইফতার মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৩, ৩:৪৬:৩০ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র কুয়েত শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ক্বারী সালেহ আহমেদের সভাপতিত্বে ও হাফেজ আব্দুল্লাহ আল মাছুমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা উপদেষ্টা আবু সাঈদ কুতুব উদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মোহিত নাজমুল, আশরাক আলী ফেরদৌস, আলীম উদ্দিন, মাওলানা আব্দুল আহাদ, মো. আলাল আহমদ, মোস্তফা মিয়া, মুরাদ চৌধুরী, হাফেজ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
অনুষ্ঠানের মিলাদ পরিচালনা করেন হাফেজ আব্দুল আলী আর দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাওছার আহমদ সেলিম।