বাহরাইন: শেখ বদরুল ইসলাম সিদ্দিকীর মৃত্যুতে বিএমএসএফ’র গভীর শোক প্রকাশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৩, ৯:৪৬:০৮ অপরাহ্ন
বাহরাইন থেকে আশফাক আহমেদ: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকীর বড় ভাই বর্তমান ইউপি সদস্য শেখ বদরুল ইসলাম সিদ্দিকীর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ’র গভীর শোক প্রকাশ করেছে।
গতকাল বাংলাদেশ সময় রাত ৩ টায় ব্রেনস্ট্রোক করে ইন্তেকাল করেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাহরাইন শাখার সভাপতি মো. স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক নোমান ছিদ্দিকী, যুগ্ম সম্পাদক আলি তালুকদার মাহি,অর্থ সম্পাদক আশফাক আহমেদ,প্রচার সম্পাদক সুকান্ত দেব, দপ্তর সম্পাদক মনির হোসেন যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।