শ্রীমঙ্গল: ইনার হুইল ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৩, ৪:০২:০৩ অপরাহ্ন
সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৫টি পরিবারের মধ্যে ইফতার তৈরীর সামগ্রী বিতরণ করেছে ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল।
শনিবার (১ এপ্রিল) সকালে শহরের কলেজ সড়কের পল হেরিস স্কুল প্রাঙ্গনে নিন্মআয়ের মানুষের মধ্যে ইফতার সামগ্রী তুলে দেন তারা। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, ছোলা, চিনি, তেল, আলু, পেঁয়াজ, লবণ ইত্যাদি।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব শ্রীমঙ্গল এর সভাপতি ডা. পুষ্পিতা খাস্তগীর, সহ সভাপতি প্রীতি রায়, আরতী বালা পাল, সাধারণ সম্পাদক আঁখি আচার্য, কোষাধ্যক্ষ সোমা দাশ, সদস্য রহিমা বেগম, দিল আফরোজ রুহেন, বৃষ্টি খান, সুকন্যা দে, সানজিদা আক্তার, রোকসানা খানম প্রমুখ।
ইনারহুইল ক্লাব অব শ্রীমঙ্গল এর সভাপতি ডা. পুষ্পিতা খাস্তগীর বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা নিন্ম আয়ের ৩৫ টি পরিবারের মানুষের ইফতার করার জন্য এক মাসের সামগ্রী দিয়েছি। সবার মতো তারাও যেন ভালোভাবে ইফতারের সময় পরিবারের সকলে মিলে ভালো খাবার খেতে পারে।