নিউজার্সি: জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ইফতার মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৩, ১০:১১:০১ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: সিয়াম সাধনার মাসে আটলান্টিক সিটিতে ‘জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির’ উদ্যোগে ‘ইফতার ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়।
গত ২৮ মার্চ, ২০২৩, মংগলবার আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার মুহাদ্দিস আজিম উদ্দিন ।
ইফতার মাহফিলে প্যাটারসন সিটির কাউন্সিল এট লারজ মোঃ ফরিদ উদ্দীন অতিথি হিসাবে উপস্হিত ছিলেন। সাউথ জারসিতে বসবাসরত প্রবাসী বৃহওর সিলেটবাসীসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলাও অংশগ্রহন করেন। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।
যাদের সার্বিক সহযোগীতায় ইফতার মাহফিল সফল হয়েছে তাঁরা হলেন কামাল উদ্দিন, লুৎফুর রহমান,মোঃ সালাম, রুকন পাশা, আবু সুফিয়ান, আবিদুর খাঁন তুষার, মাসুম বাউল, আমিনুর রহমান, রুবেল, সাইফুল ইসলাম সোহেল, জাবের আহমেদ, আকিকুর রহমান কিনান, মোহাম্মদ আলী, আঃ হাই, আঃ মালিক, জহিনুর, জাকির হুসেন, আঃ মুকিত , জাফরুল ইসলাম।
জালালাবাদ এসোসিয়েশন অব আটলানটিক কাউন্টির সভাপতি তাহেরুজ্জামান চৌধুরী জিনু ও সাধারন সমপাদক সফিকুল ইসলাম বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের লোকজনকে স্বপরিবারে ইফতার মাহফিলে যোগদান করে তা সফল করায় ধন্যবাদ জানিয়েছেন।