সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র সেহরি বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ১:০৫:১৩ অপরাহ্ন
রমজান মাস উপলক্ষ্যে সিলেটের বিভিন্ন স্থানে সেহরি বিতরণ কর্মসুচি পালন করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক।
‘মানুষ মানুষের জন্য’ শ্লোগানে স্থানীয় সময় শুক্রবার (২৪ মার্চ) রাতে ফুড ব্যাংকিং টিম সিলেটের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।
জানা যায়, সিলেট সদরের চৌহাট্টা, জিন্দাবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে এই সেহরি বিতরণ করা হয়। এতে ছিল রান্নাকরা খাদ্যদ্রব্য, বোতলজাত পানীয়।
এসময় সিলেট সফররত সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার সভাপতি আব্দুল মালেক খান লায়েক, সাধারণ সম্পাদক আর .সি. টিটো কর্মসুচিতে উপস্থিত অংশ নেন।
সেহরি কর্মসুচি সুন্দরভাবে পালন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাধারণ সম্পাদক আর .সি. টিটো বলেন, ভবিষ্যতেও সংগঠনের এ ধরনের কর্মসুচি অব্যাহত থাকবে।-বিজ্ঞপ্তি