সৌদি আরব: বাস উল্টে নিহতদের ৮ জন বাংলাদেশি, যোগাযোগের হটলাইন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৩, ১০:৫১:২১ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ২০ ওমরাহযাত্রীর মধ্যে আটজন বাংলাদেশি। বাসটিতে ৪৭ যাত্রীর ৩৫ জনই বাংলাদেশী।
সৌদির বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
গতকাল সোমবার (২৭ মার্চ) যাত্রীবাহী বাসটি একটি সেতুতে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে এতে আগুন ধরে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটির ব্রেক কাজ না করায় আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালনের জন্য মক্কা যাচ্ছিলেন।
দুর্ঘটনার পরপরই সৌদির সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা দুর্ঘটনাস্থল চারদিক থেকে ঘিরে রাখে এবং সাধারণের চলাচল বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। যারা ওমরাহ পালন করতে গিয়েছিলেন। এদের মধ্যে ৩৫ জনই ছিলেন বাংলাদেশি নাগরিক।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে- আহত ও নিহতদের সম্পর্কে সার্বিক বিষয়ে জানতে সৌদি দূতাবাসের দুটি হট নাম্বারে যোগাযোগ করতে পারবেন স্বজনরা। নাম্বার দুটি হলো- +৯৬৬৫৩৮৬৪৩৫৩২ ও +৯৬৬৫৫৩০২৬৮১৪।