মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ মার্চ ২০২৩, ২:৩০:০০ অপরাহ্ন
বিশ্বজিৎ কর: দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর এর বাংলাদেশে আগমন ও মৌলভীবাজার দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার ডাইরেক্টর আব্দুল কাইয়ুম তালুকদারের বিদায় উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয় ।
সোমবার (২৭ শে মার্চ ) দৈনিক মৌমাছি কণ্ঠের উপদেষ্টা ড. একে জিল্লুল হকের সভাপতিত্বে জুলিয়া শপিং সিটির ৩য় তলা কাওরান হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। দৈনিক মৌমাছি কণ্ঠের
ম্যানেজিং ডিরেক্টর আইনজীবী সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজীর সঞ্চালনায় অনুষ্টিত ইফতার মাহফিলে সাগত বক্তব্য রাখেন দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার সৈয়দ মহসীন পারভেজ , মৌমাছি কণ্ঠ পত্রিকার ডিরেক্টর শাহ সাফি কাদির, সাংবাদিক দুরুদ আহমদ, সৈয়দ মমশাদ আলী, ও সৈয়দ ফয়ছল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জাফর ইকবাল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ কে অলক, জেলা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুরুদ আহমদ, সাংবাদিক সৈয়দ মমসাদ আহমদ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিকাশ দাশ, দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি মারুফ আহমদ, মৌমাছি কণ্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক বিশ্বজিৎ কর, আমার বার্তা পত্রিকার প্রতিনিধি সাকের আহমদ, মনির আহমদ, সাংবাদিক সামাদ আহমেদ আবির, সাংবাদিক বিষ্ণু পদ দেব, সাংবাদিক সৈয়দ মইনুল হক রবিন, সামাদ আহমদ, গবিন্দ মলিক, সুহেল আহমদ, সালেহ আহমদপ্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে মৌলভীবাজার সরকারি মেডিকেল কলেজ চাই ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের এডমিন ও মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের প্রবাসী সমন্বয়ক মোহাম্মদ মকিস মনসুর তার বক্তব্যে মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় সহ ১০ দফা দাবি তুলে ধরা সহ অবিলম্বে তা বাস্থবায়নে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের কাছে জোড় দাবি জানান।
মৌলভীবাজার জেলার ২৫ লক্ষ জনসাধারণের দশ দফা দাবীগুলো হচ্ছে:
১. মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ দ্রুত চুড়ান্ত অনুমোদন দেখতে চায় জেলাবাসী
২. মৌলভীবাজার জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়,দেখতে চাই,
৩. শ্রীমঙ্গল-মৌলভীবাজার শহর-সিলেট নতুন রেল লাইন চালুর পরিকল্পনা গ্রহণ।
৪. মনু ও ধলাই নদীর বাধ পুন:নির্মাণ ও নদী খনন কাজ শুরু করা এবং মৌলভীবাজার জেলার হাওরগুলোতে হাওর উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন।
৫. মৌলভীবাজারের ইকোপার্ক উন্নয়নে পরিকল্পনা গ্রহণ ও মনু নদীর উপর নতুন আরেকটি সেতু নির্মাণ করা
৬. মৌলভীবাজার জেলার প্রধান সড়কগুলোকে চার লেনে উন্নীতকরণ।
৭. মৌলভীবাজার জেলায় একটি ল’ কলেজ /কারিগরী/পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন।
৮. শমশেরনগর বিমানবন্দর পূণরায় চালু সহ অন্তত সাপ্তাহিক একটি ফ্লাইট চালু করার জোর দাবি
৯. মৌলভীবাজার জেলা স্টেডিয়ামকে আধুনিকরণ ও সংস্কারকাজ সম্পাদন করা।
১০. শ্রীমঙ্গল-মৌলভীবাজার শহর-সিলেট নতুন রেল লাইন চালুর পরিকল্পনা গ্রহণসহ মৌলভীবাজার জেলায় একটি ল’ কলেজ/কারিগরী/বিশ্ববিদ্যালয় সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
এই দাবীগুলো বাস্তবায়নে মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ও জেলার সকল এমপিবৃন্দ ও জেলা পরিষদ উপজেলা ও পৌর জনপ্রতিনিধিরা অগ্রাধিকার এবং সম্ভাবনার কথা বিবেচনায় এনে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসী।


