ফেঞ্চুগঞ্জ: এনজিএফএফ স্কুলের মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৩, ১২:১৪:০৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজের উদ্যোগে সার কারখানার মাল্টিপারপাস হলরুমে বার্ষিক মিলাদ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ২২ মার্চ দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কারখানার প্রশাসন বিভাগীয় প্রধান ও অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এ. টি. এম. বাকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজ-এর উপাধ্যক্ষ প্রণব কুমার সাহা।
এতে আরও উপস্থিত ছিলেন কারখানার বিভাগীয় প্রধানগণ, আমন্ত্রিত অতিথিগণ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে এসএসসি শিক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত করা হয়।



