বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার মতবিনিময় অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৩, ৭:২৭:৫৪ অপরাহ্ন
জামান সজিব, দক্ষিণ কোরিয়া: বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ মার্চ রবিবার লেবাননের সিটি দাওড়া সিআইডি হল ২য় তলা হলরুমে নবগঠিত কমিটির সভাপতি মোঃ ফিরোজ ডাকুয়ার সভাপতিত্বে এবং রাকিব খাঁন ও মিছবা উদ্দিনের সঞ্চালনায় নবগঠিত কমিটির পরিচিতি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পরিচিতি ও আলোচনা সভায় মোবাইল কনফারেন্স মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর প্রধান উপদেষ্টা ভিপি নুরুল হক নুর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ইঞ্জিঃ মো: কবীর হোসেন ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন ও কেন্দ্রীয় কমিটির আরো অনেক নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রেজাউল করিম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন লেবাননের সামাজিক ও রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ লেবানন শাখার মোঃ লুৎফর রহমান সাধারণ সম্পাদক সহসভাপতি মোঃ শামিম আহমেদ, সহসভাপতি মোঃ বিলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফুরকান আহমেদ, আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান, নাসির উদ্দিন মোঃ ইয়াসিন আহমদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন, সহ দপ্তর সম্পাদক মোঃ সুহেল আহমদ, অর্থ সম্পাদক মোঃ আসাদ হাওলাদার, এবং সহ নারী উন্নয়ন বিষয়ক সম্পাদিকা মোছাঃ জুলি আক্তার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যদেরকে বাংলদেশ প্রবাসী অধিকার পরিষদ, লেবানন শাখার টি শার্ট প্রদান করা হয়।
‘এসো এক হই অধিকারের কথা কই’ স্লোগান ধারন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের অধিকার আদায়ে বিশ্বের ৪২টি দেশে একযোগে কার্যক্রম চালাচ্ছে সংগঠনটি। প্রবাসীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে লেবাননে অবস্থানরত সকল প্রবাসীদের সহযোগিতা চেয়ে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে পরিচিত মতবিনিময় আলোচনা ও সভার অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।