সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমাতে মালয়েশিয়ায় এআইবিডি’র কর্মশালা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ১০:৫৮:৩২ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনায় মৃত্যু কমাতে, মালয়েশিয়ায় সাংবাদিকদের নিয়ে এআইবিডি’র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও এশিয়া প্যাসিফিক ইন্সটিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপম্যান্টের উদ্যোগে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।
মালয়েশিয়া এআইবিডি’র হলরোমে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ ও মালয়েশিয়ার ১৫ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় দেশে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুরোধ কমাতে ও সড়ক নিরাপত্তার সামগ্রিক তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে সাংবাদিকদের রিপোর্টিং ও প্রশিক্ষণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, ডাব্লিউএইচও’র রোড সেইফটির মিডিয়া অ্যাংগেজমেন্ট লিড মেথিউ টেলর, মালয়েশিয়ান ইন্সটিটিউট ফর রোড সেইফটি রিসার্চের চীফ রিসার্চার ড.আহমাদ আজাদ এবি রাশিদ, মালয়েশিয়ার ষ্টার্টকম কন্সাল্টের ডাইরেক্টও মি. ওবিন্দ্রন রামান কুটটি, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার ডিপার্টমেন্ট অফ কমিউনিটি হেলথের অধ্যাপক ড. কুলানথায়ান মানি, এমআইআরওএস এর সিনিয়র রিসার্চার শরিফা আলিয়ানা বিনতে মোহাম্মদ রহিম, সিনিয়র সাংবাদিক মি. শাহরিম তামরিন।
দিনব্যাপী ওয়ার্কশপের মোডারেটরের দায়িত্ব পালন করেন, এআইবিডি’র প্রোগাম ম্যানেজার নাবিল তিরমাজি এবং স্বাগত বক্তব্য রাখেন, এআইবিডি’র ডাইরেক্টর ফিলোমিনা গানাপ্রাগাজাম ।
এর আগে, গত ডিসেম্বরে রাজধানী কুয়ালালামপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) ও এশিয়া প্যাসিফিক ইন্সটিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপম্যান্টের উদ্যোগে, ওয়ার্কশপ ফর এশিয়ান জার্নালিস্টস’ শীর্ষক তিনদিন ব্যাপী কর্মশালার আয়োজন করে। এতে অংশ নিয়েছিলেন, বাংলাদেশ ও মালয়েশিয়াসহ চারটি দেশের ১৬ জন সাংবাদিক ।