কুলাউড়া: আজিজুন্নেসা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৩, ১:২০:৪০ অপরাহ্ন
সংবাদদাতা: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর আজিজুন্নেছা চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে তিন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ১ম শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় হাজীপুরস্থ ট্রাস্ট মাঠে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
ট্রাস্টের আজীবন পরিচালক জদিদ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও তোয়েল আহমদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মবশি^র আলী, মাহমুদ আলী, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, কৃপাসিন্দু ভট্টাচার্য্য, আব্দুল কুদ্দুছ, তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার।
বক্তব্য রাখেন নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্মা, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের আজীবন পরিচালক ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে হাজীপুর ইউনিয়নের নয়াবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক প্রতিষ্ঠান থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মাঝ থেকে ১৫ জন শিক্ষার্থী করে মোট ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জনপ্রতি ২ হাজার টাকা করে ৯০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।