বাহরাইনে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রাব্বানীর স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৩, ৯:৩২:০৪ অপরাহ্ন
আশফাক আহমেদ, বাহরাইন প্রতিনিধি : বাহরাইন দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত মরহুম আখতারুল আলমের একমাত্র জামাতা ও বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পরিষদের সাবেক সদস্য, বাহরাইন বিএনপির সাবেক সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রব্বানীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখা।
শুক্রবার দেশটির হুরা এলাকার ফারুক মসজিদে স্থানীয় সময় রাত ৮ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়।
অনুষ্ঠানে মরহুমের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে আলোচনা করেন কমিউনিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য মরহুম গোলাম রাব্বানী গত ২৪ ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অনুষ্ঠানে সাবের আহমেদের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় উপস্তিত ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মো.মইজ চৌধুরী,গালফ ইউনিভার্সিটির প্রফেসর ডা.ওমর ফারুক, তালিমুল কোরআন বাহরাইনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, ইঞ্জিনিয়ার বদরুল আলম, নাসির উদ্দিন, খ ম আশরাফ, আলা উদ্দিন নূর, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তাফা, মিজানুর রহমান, আলী আহসান মুজাহিদ, রুহুল আমিন, মাজহারুল হক নয়ন, মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার সাহেদ আহমেদ, আলা উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, সুমন শাকি সহ বাহরাইন অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।