ফেঞ্চুগঞ্জ বাজারে জ্বলেছে ৮টি দোকান, ৩ কোটি টাকার ক্ষতি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৫২:২০ অপরাহ্ন
সিলেট অফিস: ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীপারের ঐতিহ্যবাহী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়েছে ৮টি দোকান। রোববার দিবাগত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ববাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে সুতা, সাইকেল, মুদিসহ ৮টি দোকানের মালামাল টাকা পয়সা আসবাব পত্রসহ সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
যেসব দোকান জ্বলেছে সেগুলো হলো- বিনোদীনি ফার্মেসী, জুনেদ খানের পাইকারী মুদি দোকান, শামসুল মিয়ার সুতার দোকান, খেলাঘর, পানের দোকান, শুটকির আড়ৎ, হাজী বিলালের সাইকেলের দোকান ও সৈয়দ মিয়ার সুতার দোকান।
ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের ফায়ারফাইটার সরওয়ার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনা স্থলে পৌঁছে প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ইলেকট্রনিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ৮টি দোকানের মালামাল টাকা পয়সা আসবাব পত্রসহ সব পুড়ে গেছে। ব্যবসায়িদের হিসেব অনুযায়ী সব মিলিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।



