জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর নির্বাচন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ৪:৫০:১৪ অপরাহ্ন
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর কার্যকরী কমিটির (২০২৩-২০২৬) নির্বাচন ১৯ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে।
এতে মাহবুব (চৌধুরী রনি) সভাপতি, মেহেদী মারুফ, সাধারণ সম্পাদক, ফারুক আহমেদ অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।
কমিটির আরও যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন- মোঃ মকবুল হোসেন নির্বাহী সহ-সভাপতি, আহমেদ হোসেন সহ-সভাপতি (সিলেট), স্বর্নালী মুক্তা সহ-সভাপতি (মৌলভীবাজার) ফজলুল করিম সহ-সভাপতি (সুনামগঞ্জ), আসজাদ চৌধুরী, সহ-সভাপতি (হবিগঞ্জ), এজাজ চৌধুরী সহ-সাধারণ সম্পাদক, আবু জহির শাকিব সহ-সাধারণ সম্পাদক, মাসুম মুনিম সহকারী অর্থ সম্পাদক, রাসেল আহমেদ সাংগঠনিক সম্পাদক, মোঃ মনসুর আহমেদ সহকারী সাংগঠনিক সম্পাদক, তাফাসিন আহসান চৌধুরী তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মির্জা রিফ্ফাত নূয়েরীন সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক, নাঈম চৌধুরী সহকারি সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক, হাসান তারেক ইমাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, সঞ্জীব রায় সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাহানারা ভূঁইয়া মহিলা বিষয়ক সম্পাদক, তাহমিনা চৌধুরী সহকারী মহিলা বিষয়ক সম্পাদক, হাবিবুর রহমান চৌধুরী ধর্ম বিষয়ক সম্পাদক, আলী হোসেন সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক, জুয়েল আহমেদ ক্রীড়া সম্পাদক, মোঃ নাহিদ আহমেদ সহকারী ক্রীড়া সম্পাদক, আব্দুস সালাম দপ্তর সম্পাদক, ইলিয়াছ খান।
এছাড়াও নির্বাচিত নির্বাহী সদস্যবৃন্দ হলেন- বিবেক সেন, কাশেম আহমেদ, মোঃ মেহদী চৌধুরী।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি কানাডার টরন্টোতে বসবাসরত সকল জালালাবাদবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। সভাপতি বলেন, সংগঠনের সদস্যদের সম্পৃক্ততাই একটি সামাজিক সংগঠনের প্রাণ। আজকের নির্বাচনে যে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনকে সাফল্যমন্ডিত করে তুলেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছি, যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।-বিজ্ঞপ্তি