নিউইয়র্ক: ফ্যাশন উইকে বাংলাদেশী ডিজাইনার এলিনের শো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭:৫২ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: ম্যানহ্যাটানের ওয়াল স্ট্রীটে ‘নিউইয়র্ক সিটি লাইভ ফ্যাশন উইক’ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় এক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এর মূল বিষয় ছিল ‘ফল এবং উইন্টার কালেকশন’।
আমেরিকার বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন পেশাদার ফ্যাশন ডিজাইনারদের সাথে এবারের এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন নিউইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ নুসরাত জাহান এলিন এবং তার ‘এন জে ফ্যাশন’। নুসরাত জাহান এলিন প্রায় দশ বছর যাবত নিউইয়র্কে বসবাস করছেন। প্রায়ই নিউইয়র্কের বিভিন্ন স্থানে তিনি ফ্যাশন শো’র আয়োজন করে থাকেন। সম্প্রতি তার একটি ফ্যাশন শো বিদেশি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে। যার ফলশ্রুতিতে তিনি এই ফ্যাশন শো’তে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন বলে জানান। মূলধারার ফ্যাশন শোতে এই প্রথমবার তিনি অংশগ্রহণ করলেও এন.জে. বুটিকের বিভিন্ন ডিজাইনের পোশাক এবং মডেলদের উপস্থাপনা দেখে তাদেরকে মোটেই নভিস বলে মনে হয়নি। এন.জে. বুটিক মূলধারার ফ্যাশন শো’র্যাম্পে সফলতার সাথে নিজেদের স্থান করে নিয়েছে।
বাংলাদেশের মেয়ে, এই ফ্যাশন শো’তে বাঙালি ফ্যাশন ডিজাইনার নুসরাত এলিন বাংলাদেশের ঐতিহ্যমন্ডিত তাঁত এবং সূতি কাপড় দিয়ে তার নিজস্ব ডিজাইনে তৈরি নারী ও পুরুষের উপযোগী বিভিন্ন ধরনের ড্রেস, শাড়ি, লুঙ্গি এবং ফতুয়া নিয়ে উপস্থিত হন। আলো ঝলমল বিশাল হলরুমে প্রচুর দর্শক-শ্রোতার উপস্থিতিতে একঝাঁক দেশি-বিদেশি মডেল এন জে বুটিকের তৈরি পোশাক পরে বাদ্যযন্ত্রের তালে তালে র্যাম্পের ওপর দিয়ে হেঁটে তাদের পোশাক প্রদর্শন করেন। এদের মধ্যে ছিলেন পাঁচজন বাঙালি শৌখিন মডেল এবং বাকি সব বিদেশি এবং প্রফেশনাল মডেল। এরা হলেন জেরিন নীলু, মায়া, টিংকু, নিশাত ও পাপিমনা এবং একমাত্র প্রফেশনাল বাঙালি মডেল ছিলেন ইয়াসমিন। অনুষ্ঠানটির কোরিওগ্রাফি এবং সর্বাঙ্গীন দায়িত্বে ছিলেন নজরুল কবীর।
এতে নিউইয়র্কের এন জে বুটিক ছাড়াও অংশ নিয়েছে নিউইয়র্কের হাউজ অব ফ্ল্যাশ, টেক্সাসের দি লোন স্টার কালেকশন, সাউথ ক্যারোলাইনার ভন পেরেজ ই এল জে এভিনিউ, নিউইয়র্কের প্যান জাই বুটিক, নিউইয়র্কের ইভ্যাল কোম্পানি এবং চীন ও নিউইয়র্কের ই লিং লাই ফ্যাশন ফর পিস। পশ্চিমা পোশাক ছাড়াও এতে প্রদর্শিত হয় আফ্রিকা, চীন এবং বাংলাদেশের এথনিক পোশাকগুলো। উল্লেখ্য, সপ্তাহের মাঝখানে হওয়া সত্তে¡ও অনুষ্ঠানে প্রচুর ফ্যাশন সচেতন মানুষের আগমন হয় এবং তারমধ্যে প্রচুর সংখ্যক বাংলাদেশী দর্শকও উপস্থিত ছিলেন।