ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদরাসা’র সাফল্যের ধারা অব্যাহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫:৪৯ অপরাহ্ন
ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদরাসা’র সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
এবার মাদরাসাটি থেকে ১৬টি বৃত্তিসহ ২৪ জন শিক্ষার্থী প্রথম বিভাগ, ৩৭ জন শিক্ষার্থী দ্বিতীয় বিভাগ এবং ৪ জন শিক্ষার্থী তৃতীয় বিভাগ পেয়ে মোট ৬৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ইবতেদায়ী বিভাগে যারা ১ম গ্রেডে বৃত্তি পেয়েছে-
★শাহ মুহতাদি
★আব্দুল হামিদ জহির
★তানভীর আহমদ
★আদিল আহমদ রাফি
★আশরাফুল ইসলাম

ইবতেদায়ী বিভাগে যারা ২য় গ্রেডে বৃত্তি পেয়েছে-
★তৌফিকুর রহমান
★মাজহারুল ইসলাম
★ফাহিম আহমদ দিসান
★মোছাদ্দিক আহমদ
★আবুল হুসেন শাহাদাত
★রুহুল আমিন
★মওছুফ আহমদ
তাছাড়া মাধ্যমিক বিভাগে ১ম গ্রেডে বৃত্তি পেয়েছেআব্দুল্লাহ আল হাদি। মাধ্যমিক বিভাগে যারা ২য় গ্রেডে বৃত্তি পেয়েছে- সাদিকুর রহমান, ইয়াছিন আহমদ এবং উচ্চমাধ্যমিক বিভাগে ১ম গ্রেডে বৃত্তি পেয়েছে মাহফুজুর রহমান।
– প্রেস বিজ্ঞপ্তি



