নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটিকে শাহ ফাউন্ডেশনের ৫ হাজার ডলার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৯:৩৩ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কমিটির উদ্যোগে গত সোমবার বাংলা ভাষার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা হয় নবান্ন পার্টি সেন্টারে। সেখানে অন্য সংবাদকর্মীদের সাথে উপস্থিত ছিলেন তরুণ সংবাদকর্মী শাহ জে. চৌধুরী।
বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ আবদুর রব, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি এবং ট্রাস্টি বোর্ডের চেয়ার মোহাম্মদ আজিজ যখন বারবার সোসাইটির আর্থিক দুরাবস্থার কথা তুলে ধরে ১০০০ কবরের স্থান কেনার পরিকল্পনার কথা বলছিলেন, হঠাৎ শাহ জে. চৌধুরী দাঁড়িয়ে বললেন, সোসাইটির এই আর্থিক সংকটকালে আমি সামান্য সাহায্য নিয়ে হাত বাড়িয়ে দিতে চাই। তারপর বললেন, আমার পারিবারিক যে শাহ ফাউন্ডেশন তার পক্ষ থেকে আমি ৫০০০ ডলার প্রদান করতে চাই। বলেই ব্যাগ থেকে চেক বের করে লিখে দিলেন।
উল্লেখ্য, তাঁর পারিবারিক নট-ফর-প্রফিট প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন থেকে তিনি এর আগেও দরিদ্র মানুষদের সাহায্য করেছেন। শাহ জে চৌধুরীর মূল ব্যবসা প্রতিষ্ঠানের নাম শাহ গ্রুপ। এছাড়াও রয়েছে তার মিডিয়া এবং একটি প্রকাশনা সংস্থা। মিডিয়া তিনটি হলো মাসিক ম্যাগাজিন রূপসী বাংলা, অনুস্বর ও আইপি টিভি বাংলা চ্যানেল। আর প্রকাশনা প্রতিষ্ঠানের নাম অনুস্বর। এর বাইরে তিনি ফার্স্ট এইড হোমকেয়ারের একজন অন্যতম সত্ত¡ধিকারী। অন্যরা হলেন হেলাল খান, বাবু খান, গিয়াস আহমেদ, ফাহাদ সোলাইমান এবং আতিকুর রহমান জাকির।
মতবিনিময় সভার শেষে আনুষ্ঠানিকভাবে তার চেক গ্রহণ করেন সোসাইটি কর্মকর্তাবৃন্দ।