১৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া বিমানবন্দর থেকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৩:১৯ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন। মালয়েশিয়ায় কোম্পানি রিসিভ করতে না আসায় দুইদিন বিমানবন্দরে রেখে ১৭ ফেব্রুয়ারি এয়ার এশিয়ার সাড়ে ৬টার ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
গত ১৫ ফেব্রুয়ারি ‘গ্রিনল্যান্ড ওভারসিজ’ ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কোম্পানির ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়। কোম্পানি ২৯ জনের মধ্যে ১০ জনকে রিসিভ করলেও বাকি ১৯ জনকে রিসিভ না করেই ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন।
দেশে ফেরা কর্মীরা জানান, রিক্রুটিং এজেন্সি মেসার্স আহমেদ ইন্টারন্যাশনাল গত ১৫ ফেব্রুয়ারি ২৯ কর্মীকে মালয়েশিয়ায় পাঠায় কিন্তু সে দেশে কোম্পানি ১০ জনকে নিলেও বাকি ১৯ জনকে নেয়নি। কেন তাদের নেয়নি, তাও তারা জানেন না।
রিক্রটিং এজেন্সির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মালয়েশিয়ান কোম্পানিতে আমরা ২৯ জন কর্মী প্রেরণ করি। এসময় কোম্পানি থেকে রিসিভ করতে গেলে মালয়েশিয়ান এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ ১০ জন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও বাকি ১৯ জনের ইমিগেশন ডাটা সঠিক না থাকায় তাদেরকে ফেরত পাঠায়।
তিনি জানান, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি তারা জানিয়েছেন, ১৯ জনের তথ্য সার্ভারে পাওয়া গেছে, সে ক্ষেত্রে কর্মীরা আবার মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন।
যে সকল কর্মীকে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে পুনরায় প্রেরণ করতে যে খরচ হয় তা তাদের কোম্পানি বহন করবে বলেও জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।
বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার নাজমুছ সাদাত সেলিম জানান, এ ব্যাপারে বাংলাদেশ কিংবা মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে আমাদের কোন তথ্য জানানো হয়নি। তবে কেনো তাদের ফেরত পাঠানো হয়েছে তা খোঁজ নেওয়া হবে।