যুক্তরাষ্ট্র: মিশিগান ষ্টেটে ডেমোক্রেটিক পার্টির কনভেনশন ২০২৩ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১:৪৪:১৯ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র: ১১ই ফেব্রুয়ারি শানিবার দিনব্যাপী স্হানীয় হান্টিংটন হলে কনভেনশন অনুষ্টিত হয় সকালের অধিবেশনে ছিলো বিভিন্ন ককাস, ক্লাব ও কংগ্রেসনাল ডিস্ট্রক্ট কমিটির প্রতিনিধি সভা। উক্ত প্রতিনিধি সভায় আগামী আগামী দুই বছরের জন্য কংগ্রেসনাল ডিস্ট্রক্ট কমিটির নেতৃত্ব নির্বাচন অনুষ্টিত হয়।
ডেমোক্রেটিক পার্টির কনভেনশন উপলক্ষে মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাসের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সোলায়মান বাহার, সভাটি পরিচালনা করেন সংগঠনের সাবেক প্রেসিডেন্ট ও হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান মুহিত মাহমুদ।
সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন মিশিগান স্টেইটের ডেপুটি গভর্নর গার্লিন গিলক্রিস্ট, কংগ্রেস ওম্যান রাশিদা তালিব, কংগ্রেস ওম্যান এলিসা স্লটকিন, ইউএস সেনেট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিল হার্পার, প্রাক্তান গভর্নর প্রার্থী ড. আব্দুল, মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ও মিশিগান ডেমোক্রেটিক ককাসের প্রতিষ্ঠাতা ড. শাহীন নাজমুল হাসান প্রমুখ। সভায় কমিউনিটি ও ককাসের নেতৃবৃন্দের মাঝে উপস্হিত ছিলেন ফয়সাল আহাম্মেদ, মোস্তাক চৌধুরী, লায়েছ উদ্দিন, মেজবাহ চৌধুরী, নোমান আরাবী শাকিল, কবির আহাম্মেদ, আব্দুল শাকিম, আব্দুস শাকুর খান মাখন, বকুল তালুকদার, জাকির চৌধুরী, আবুল আজাদ, মাশকুর কাউসার, আশহাবুর রহমান টিপু, মাহি পাখী, তানজিল খান মারুফ, লুৎফুর তাহের, আহমেদ উদ্দিন তাহমিদ, তানভীর জায়গীরদার, সৈয়দ আলী রেজা, বাবুল মিয়া সোহেল প্রমুখ।
ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্তিত ছিলেন সাংবাদিক কামরুজ্জামান হেলাল, রফিকুল হাসান চৌধুরী তুহিন, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদ, সোলায়মান আল মাহমুদ।
বিকালের অধিবেশনে ডেমোক্রেটিক পার্টির মুল কনভেশন শুরু হয় বিকাল ৩ টায়। উক্ত কনভেনশনে প্রায় এক হাজার ডেলিগেইট ও প্রতিনিধিরা আগামী দুই বছরের জন্য মিশিগান স্টেইট সেন্ট্রাল কমিটির নেতৃত্ব নির্বাচনে অংশ নেয়। কনভেনশনে ৩য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হোন লেবোরা বার্নস। ১ম ভাইস চেয়ারম্যান ও ২য় ভাইস চেয়ারম্যান হিসাবে যথাক্রমে নির্বাচিত হন স্টেইট হাউজ রিপ্রেজেন্টেটিভ জেইসন মরগান, স্টেইট সেনেটর এরিকা গাইছ।
কনভেনশনে বক্তব্য রাখেন মিশিগান স্টেইটের ডেপুটি গভর্নর গার্লিন গিলক্রিস,
ইউএস সেনেটর গ্যারী পিটার্স, ইউএস সেনেটর ডেভি স্টেভেনো, সেক্রেটারী অব স্টেইট জসলিন বেনসন, কংগ্রেসওম্যান রাশিদা তালিব, কংগ্রেসওম্যান ডেভি ডিঙ্গেল, কংগ্রেসওম্যান এলিসা স্লটকিন্স, কংগ্রেসওম্যান হেইলী স্টিভেন্স, কংগ্রেসম্যান শ্রী তানেধর, মিশিগান স্টেইট হাউজ স্পিকার জো টেইট, মিশিগান স্টেইট সেনেট মেজোরটি লিডার সেনেটর উইনি ব্রিংস প্রমুখ।
কনভেনশনে মিশিগান ডেমোক্রেটিক ১৩ তম ডিসট্রিকের ভাইস চেয়ার হিসাবে নির্বাচিত হয়েছেন মিনহাজ রাসেল চৌধুরী, মাহবুব রাব্বি খান, সৈয়দ আলী রেজা, নুরুল হাসান পারভেজ এবং মোঃ শাহাব উদ্দিন।
মিশিগান ডেমোক্রেটিক পার্টির মুল কমিটির ১ম এক্সিকিউটিভ ভাইস চেয়ার হিসাবে বাংলাদেশী আমেরিকান ড. রাববী আলম নির্বাচন করে পরাজিত হোন।
ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে বিপুল সংখ্যক বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক নেতা ও ভোটাররা অংশগ্রহন করেন।