রাজনগরে বিবিসিজিএইচ-র বিনামূল্যে চিকিৎসা সেবা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৩৫:০৬ অপরাহ্ন
মুসলিম সায়রা ফাউন্ডেশনের উদ্যোগে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ) কর্তৃক মৌলভীবাজারের রাজনগর উপজেলার নন্দিউড়ায় মুসলিম সায়রা মঞ্জিলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা দেওয়া হয়।
দিনব্যাপী পরিচালিত এ চিকিৎসা সেবা ক্যাম্পে বিবিসিজিএইচ-সহ ঢাকা ও সিলেট থেকে আগত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক সহস্রাধিক রোগীকে বিনামূল্যে সাধারণ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়, এছাড়াও উক্ত ক্যাম্পে বিবাহিতা ৩০-৬০ বছর বয়সী প্রায় দুই শতাধিক মহিলাকে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা প্রদান করা হয় এবং প্রায় চার শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এই সময় চিকিৎসা সেবা ক্যাম্পের যাবতীয় সেবা কার্যক্রম পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পুলিশ পরিদর্শক (ডিএসবি) আবুল হোসেন, রাজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটির বিশিষ্ট নেতা আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী জকিগঞ্জ এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে আন্তরিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় ইউপি সদস্য মাছুমুর রহমান ও আল আমিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ।
আগত সেবাপ্রার্থীগণ বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক পরিচালিত বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের প্রশংসা করেন এবং পল্লী এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে ক্যাম্পের আয়োজক ও উদ্যোক্তাগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প চলমান রাখার দাবি জানান।-বিজ্ঞপ্তি