ফেঞ্চুগঞ্জ: শিক্ষাবিদ সমাজসেবী ইন্তাজির খান স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৭:৪৬ অপরাহ্ন
অনুপম প্রতিবেদক: শিক্ষাবিদ মরহুম ইন্তাজির খান ছিলেন বহু গুণের অধিকারী একজন সজ্জন মানুষ। তিনি সফল শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। ফেঞ্চুগঞ্জের তৎকালীন অনেক সংগঠন প্রতিষ্ঠান ও সামাজিক অবকাঠামো গঠনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ফেঞ্চুগঞ্জ শাহী ঈদগাহ, ইসলামী পাঠাগার ইত্যাদি প্রতিষ্ঠিত হয় তাঁর প্রচেষ্টায়। তিনি ১৯৮৮ সালে ১৮ আগস্ট থেকে ১৯৮৯ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মবীর এ মানুষটিকে তাই এ অঞ্চলের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন।
ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে শিক্ষাবিদ মরহুম ইন্তাজির খান স্মরণে আলোচনা ও দোয়া মহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
আজ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাদ্রাসাটির ক্যাম্পাসে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসাটির উপদেষ্টা সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম। প্রধান অতিথি ছিলেন মরহুম ইন্তাজির খানের দ্বিতীয় ছেলে লন্ডন প্রবাসী মনসুর আহমদ খান।
আলোচনা সভায় বক্তারা জানান, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠাতাদের মধ্যে মরহুম আলহাজ ইন্তাজির খান ছিলেন অন্যতম। কলেজ প্রতিষ্ঠার পর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর পিতা অধ্যক্ষ ইয়াহয়া চৌধুরীর অনুরোধে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজে ইংরেজির অবৈতনিক প্রভাষক হিসেবে পার্টটাইম অধ্যাপনা করেন এবং মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের অবৈতনিক শিক্ষক হিসেবে অবদান রাখেন।
ফেঞ্চুগঞ্জের বিভিন্ন প্রান্তের গুণীজনদের উপস্থিতিতে এ আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দ ছিলেন- মাদ্রাসার উপদেষ্টা সদস্য মাও. জয়নাল আবেদিন, গ্রন্থকার, গবেষক ও অনুপম নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক সারওয়ার চৌধুরী, উপদেষ্টা সদস্য কাজী আবুল কাসেম জবুল, বিশিষ্ট ব্যবসায়ী মিনহাজুল ইসলাম চৌধুরী, মাদ্রাসার সেক্রেটারি ইকবাল আহমদ খান, রিয়াসত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিবুর রহমান, মাদ্রাসার কার্যকরী কমিটির সদস্য মাও. মাহবুব আহমদ খান, মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার বাংলা প্রভাষক আকরাম হোসেন, দনারাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউর রহমান।
শিক্ষাবিদ ও সমাজসেবী মরহুম ইন্তাজির খান
মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন আতাহারের উপস্থিতিতে আলোচনা সভা উপস্থাপনা করেন মাদ্রাসার মেধাবী ছাত্র হাফিজ মোহাম্মদ শাহেদ। পরিচালনা করেন হিফজুল কুরআন মাদ্রাসার প্রধান হাফিজ আবু সাঈদ মোঃ সেলিম। এতে আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আরবি প্রভাষক আবু বকর নূরি, শামসুল ইসলাম, তাহমিদ চৌধুরী, আকিব চৌধুরী, শহীদ খান, মুকতাসাদ আবির খান প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ পড়ান আরবি প্রভাষক আবু বকর নূরি। দোয়া পরিচালনা করেন মাও. জয়নাল আবেদিন।
উল্লেখ্য, শিক্ষাবিদ মরহুম ইন্তাজির খানের জীবদ্দশায় ফেঞ্চুগঞ্জ থানার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের সাথে পারিবারিকভাবে যুক্ত থাকায় এবং স্কুলটির তৎকালীন প্রধান শিক্ষক শশী বাবুর অনুরোধে ১৯৪৫ সালে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। পরে এতে কর্মরত থাকা অবস্থায় বি.টি (BT) সনদ লাভ করেন। ১৯৫৫ সালে তিনি কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
১৯৮৩ সালের মে মাস পর্যন্ত সুদীর্ঘ ৩৮ বছর কাসিম আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। শিক্ষকতার পাশাপাশি তিনি সরকারি অন্যান্য দায়িত্ব পালন করেন। যেমন: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ইংরেজি বিষয়ের দীর্ঘদিন প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন।
১৯৮৯ সালের ৯ ফেব্রুয়ারি ৭১ বছর বয়সে এ জ্ঞানতাপস ইন্তেকাল করেন। তাঁকে কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের আজীবন রেক্টর সম্মাননা দেওয়া হয়।



