নিউইয়র্ক: জালালাবাদ এসোসিয়েশনের ৬ ফেব্রুয়ারির সভা স্থগিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৫:১৩ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের কার্যকরী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৬ ফেব্রুয়ারির সাধারণ পরিষদের সভা স্থগিত করা হয়।
গত ২৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইট্জী চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মাদ লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি সফিউদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, কার্যকরী সদস্য শামীম আহমদ ও মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক।
সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দসহ জালালাবাদবাসীকে ধন্যবাদ জানানো হয়। এসময় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে জানানো হয়, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র কোন ভবন নিউইয়র্কে নেই।
সভায় জানানো হয়,এখন থেকে 76-01 101 Avenue Ozone Park NY 11416 ঠিকানা জালালাবাদের সব ধরনের অফিসিয়াল কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে অস্থায়ী অফিস হিসেবে ব্যবহারের জন্য কার্যকরি কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে অনিবার্য কারণবশতঃ আগামী ৬ ফেব্রুয়ারি জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র নির্ধারিত সাধারণ সভা স্থগিত করা হয়। পরবর্তীতে সাধারণ সভার তারিখ, সময় ও স্থান জানানো হবে।