দেশের ২৮ জেলায় নিপাহ ভাইরাস, যা জানা দরকার ও করণীয়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৫৬:৪৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশের ২৮ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ২০টি শয্যা প্রস্তুত করতে অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সতর্কবার্তা এই লিংকে- যা জানা দরকার ও করণীয়
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়। এমন পরিস্থিতিতে হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে আসা রোগীদের সেবা দেওয়ার সময় চিকিৎসকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়।
সম্প্রতি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, চলতি মৌসুমে ৮ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে মৃত্যুর হার শতকরা ৭০ শতাংশ।




