কাতারে প্রবাসী বাংলাদেশিদের দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৪১:২০ অপরাহ্ন
অনুপম প্রবাসা ডেস্ক: কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার নাজমা আসিফা রেস্টুরেন্টে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করেছে।
অনুষ্ঠানে ঐক্য পরিষদ কাতারের সভাপতি জসিম উদ্দিন দুলালের নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুল কাদের, মোহাম্মদ ইসমাইল মিয়া, মো. শাহ আলম, অধ্যাপক আমিনুল হক, ইঞ্জিনিয়ার আবু রায়হান, শাহ জাহান সাজু, আমিনুল ইসলাম, আবুল কাশেম, মহিউদ্দিন চৌধুরী, হাজী বাশার সরকার, ইসমাইল হোসেন, তৌফি-ই চৌধুরী, এম এম নুরু, ইঞ্জিনিয়ার মাহমুদুল্লাহ, শওকত হোসেন, মোহাম্মদ হোসেন মিয়া, মোহাম্মদ শাহ জাহান, আক্তার জামান মামুন, জাকির হোসেন বাবু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, তাজুল ইসলাম, মশিউর রহমান মিঠু, শাহ নেওয়াজ চৌধুরী, কাজী আশরাফ, খায়রুল আলম সাগর, আল আমিন খান, মোস্তাফিজুর রহমান রিপন, আক্তার হোসেন, ফকরুল ইসলাম, কাজী নাঈম, এখলাসুর রহমান, সেলিম সরকারসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
অনুষ্ঠানে জাতির সমৃদ্ধি ও প্রবাসী বাংলাদেশিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তাফসির উদ্দীন।