জাপানে ‘আমরা ফরিদপুর বাসী’র পিঠা উৎসব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৩, ১১:৪৫:১৭ অপরাহ্ন
দেশের মতো বিদেশের মাটিতেও প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করে থাকেন চলে পিঠা উৎসব। জাপানে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরাও এর ব্যতিক্রম নয়। গত ৮ জানুয়ারি ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশটির রাজধানী টোকিওতে ‘আমরা ফরিদপুর বাসী,জাপান’ ব্যানারে পিঠা উৎসবের আয়োজন করে সেখানে বসবাসকারী ফরিদপুরের লোকজন।
টোকিও’র ইকেবুকোর কমিউনিটি হলে এদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্তু চলা এই পিঠা উৎসবে অনেক লোকের সমাগম হয়। সবাই যার যার বাসা বাড়িতে বানানো পিঠা ও কিছু আঞ্চলিক খাবার নিয়ে আসেন। স্বল্প পরিসরে অনুষ্ঠিত হলেও প্রবাসী বাঙালিদের ছেলেমেয়েরা এ আয়োজনের মধ্য দিয়ে দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। পিঠা উৎসবে আরিফ ইকবাল লুবুর পরিবেশনায় পুরানো দিনের গান উপস্থিত সবাইকে বেশ আনন্দ দেয়। এই উৎসব আয়োজনে যুক্ত ছিলেন এমদাদ হোসেন (মালিক, প্রবাসী হালাল ফুড), ইঞ্জি.মো: একলাছ উর রহমান, আনোয়ার মিলন (বিশিষ্ট গইড় ব্যবসায়ী), জিয়াউর রহমান বাবু, হাসনান আহাদ, রনি রহমান, জাপানস্থ গ্রেটার ফরিদপুর সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোতাহের হোসেন ও সাধারণ সম্পাদক শেখ মাকসুদ আলী মাসুদসহ আরো অনেকে।
দিনটিকে ঘিরে জাপানে বসবাসরত ফরিদপুরের প্রবাসীরা সুখ দুঃখে সবার পাশের থাকার ও ফরিদপুর জেলা থেকে জাপানে আগতদের প্রয়োজনে সব রকম সাহায্য করার অঙ্গীকার করেন।