পাবনা শহরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ১২:২৫:৩৮ অপরাহ্ন
মুরাদ হোসেন, পাবনা: পাবনা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। ৮ জানুয়ারি রোববার দুপুরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়ক ও সরকারি এডওয়ার্ড কলেজ সড়কে এ অভিযান চালানো হয়।
বুলডোজার দিয়ে সড়কের দুই পাশে ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং পাবনা পৌরসভা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।পাবনার বার্তা সংস্থা পিপ এ তথ্য নিশ্চিত করেছে।
অবৈধ দখলদারদের অভিযোগ, তাদের না জানিয়ে, কোনো নোটিশ না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভেঙ্গে দিয়েছে প্রশাসন। জমি পরিমাপ ঠিক হয়নি। তারা সময় চাইলেও দেয়া হয়নি। তবে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জমি পরিমাপ করে লাল চিহ্নিত করা হয়েছে। দখলদারদের কয়েকবার করে নোটিশ করে জানানো হয়েছে। অনেকে নিজ দায়িত্ব তাদের স্থাপনা সরিয়ে নিয়েছে। যারা নেননি তাদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।