রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকে-র সাহিত্যসভা ও বিজয় দিবস পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩, ১২:২৩:৪২ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: রেনেসাঁ সাহিত্য মজলিস ইউকের মাসিক সাহিত্য সভা ও বিজয় দিবস গত ২৬ ডিসেম্বর সোমবার পূর্ব লণ্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি হলে উদযাপন করা হয়েছে।
সংগঠনের সভাপতি কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান কামালের পরিচালনায় সভায় স্বরচিত কবিতা আবৃত্তি করেন আব্দুল রহমান জিলানী, এম এ আজিজ, কবি শাহ এনায়েত করিম, সৈয়দ রফিকুল হক ও কে এম আবুতাহের চৌধুরী প্রমুখ। স্বরচিত নাত পরিবেশন করেন শিহাবুজ্জামান কামাল।
বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন কমিউনিটি নেতা ফজলুল করিম চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল হোসেন, মুহাম্মদ নুরুল হক প্রমুখ।
সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক তোয়াহা মোস্তফা।
সভায় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদ, জাতীয় নেতৃবন্দ, সেক্টর কমাণ্ডারসহ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের ও প্রবাসী বাংলাদেশীদের অবদান উল্লেখ করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা প্রদানের দাবী জানান।