ব্রিটেনে সপ্তাহে ৫০০ জনের মৃত্যু যে কারণে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৩, ১২:৪১:৩৩ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের হাসপাতালগুলোর জরুরি বিভাগে রোগীদের ভর্তি হতে দেরি হওয়ায় প্রতি সপ্তাহে ৩০০ থেকে ৫০০ জন মানুষ মারা যায়।
রয়্যাল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিনের প্রেসিডেন্ট ডা. অ্যাড্রিয়ান বয়েল টাইমস রেডিওকে এ তথ্য জানিয়েছেন বলে সংবাদমাধ্যম আরটি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) তথ্য অনুসারে, গত নভেম্বর দেশটিতে ৩৭ হাজার ৮৩৭ জন রোগী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হওয়ার জন্য ১২ ঘণ্টার বেশি অপেক্ষা করেছেন। যা ২০২১ সালের একই সময়ের চেয়ে ১০ হাজার ৬৪৬ জন রোগী বেশি। তবে ডিসেম্বরের পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি।
অ্যাড্রিয়ান বয়েল বলেন, এই পরিসংখ্যান দেখে ‘বিস্মিত’ না হয়ে উপায় নেই।
রোববার (১ জানুয়ারি) একাধিক ব্রিটিশ গণমাধ্যমে অ্যাড্রিয়ান বয়েলকে উদ্বৃত করে বলা হয়, এখন তারা দেখছেন জরুরি বিভাগে বিলম্বে ভর্তি হওয়ার সমস্যাগুলোর কারণে প্রতি সপ্তাহে ৩০০ থেকে ৫০০ জন মারা যাচ্ছেন।
তিনি বলেন, ‘আমাদের হাসপাতালগুলোতে সক্ষমতা বাড়াতে হবে। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, বিকল্প উপায়ে জরুরি রোগীদের চিকিৎসা সেবা দেয়া যায়।’
ব্রিটেনে সাধারণত শীত মৌসুমে হাসপাতালগুলোতে রোগীদের বেশি ভিড় লক্ষ্য করা যায়। তবে ডিসেম্বরে দেশটির নার্স ও অ্যাম্বুলেন্স কর্মীদের ধর্মঘট এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দেয়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
এনএইচএসের তথ্য অনুসারে, বড়দিন পর্যন্ত দেশটিতে প্রতিদিন ৩ হাজার ৭৪৭ জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, যা এক সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল ২ হাজার ৮৮ জন।
ব্রিটিশি সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটেনজুড়ে করোনা সংক্রমণের হার কম থাকলেও নভেম্বরের তুলনায় ডিসেম্বরে হাসপাতালে কর্মীদের অনুপস্থিতি ৪৭ শতাংশের বেশি ছিল।