ফেঞ্চুগঞ্জ জামেয়া কিন্ডারগার্টেন পরিদর্শনে যুক্তরাজ্য প্রবাসী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩, ৯:৪৪:৫৪ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁওয়ে প্রতিষ্ঠিত ফেঞ্চুগঞ্জ জামেয়া ইসলামিয়া কিন্ডারগার্টেন পরিদর্শন করলেন যুক্তরাজ্য প্রবাসি সাদি আলম। আজ ৪ জানুয়ারি অপরাহ্নে তিনি জামেয়ায় পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ফেঞ্চুগঞ্জ জামেয়ার প্রিন্সিপাল ও শিক্ষক মন্ডলী।
মতবিনিময় শেষে তিনি জামেয়া কিন্ডারগার্টেন এর বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি দ্বীনি ওই প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে খোঁজ নেন। পরিদর্শনকালে সাদি আলম ফেঞ্চুগঞ্জ জামেয়ায় আর্থিক অনুদান প্রদান করেন এবং আগামীতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ জামেয়া ইসলামিয়া কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মোঃ বদরুল আমীন, সাংবাদিক হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফেঞ্চুগঞ্জ জামেয়ার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আখলাকুল আম্বিয়া, ফেঞ্চুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফারদিন মিমন, ফেঞ্চুগঞ্জ জামেয়া ইসলামিয়া কিন্ডারগার্টেনের শিক্ষক খোদেজা জামান মিতা, সাদিয়া জান্নাত লোপা, ফারিহা ইসলাম এনি, মিথিলা ফারজানা অন্না, রাইয়ানা জান্নাত, মোঃ আব্দুল মুবিন প্রমুখ।