বাড়ি কিনতে পারবেন না বিদেশিরা কানাডায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ১:৪৭:৩৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় বিদেশি বিনিয়োগকারীরা বাড়ি কিনতে পারবেন না। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়েছে, কানাডায় ১ জানুয়ারি থেকে একটি নতুন আইন কার্যকর হয়েছে। আইনে বিদেশি বিনিয়োগকারীদের দুই বছরের জন্য বাড়ি কেনা নিষিদ্ধ করা হয়েছে।
কানাডায় বাড়ির দাম আকাশচুম্বী হয়েছে করোনা মহামারীর পরে। দেশটির অনেক রাজনীতিবিদ মনে করেন এর জন্য বিদেশিরা দায়ী। বিদেশি বিনিয়োগকারীরা চড়া দামে বাড়ি কেনে। তাই এই আইন পাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পার্টির ওয়েবসাইটে জানানো হয়, কানাডার বাড়িগুলো মুনাফাখোর, ধনী কর্পোরেশন ও বিদেশী বিনিয়োগকারীদের আকর্ষণ করছে। যা আকাশছোঁয়া দামের সমস্যার দিকে নিয়ে যায়। তাতে বলা হয়, বাড়িগুলো দেশের মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য নয়।
২৩ জুনে কানাডার পার্লামেন্ট নন-কানাডিয়ান আইন দ্বারা আবাসিক সম্পত্তি ক্রয়ের উপর নিষেধাজ্ঞা পাস করে। আইনটি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল তখন। এখন কার্যকর হলো। আগামী দুই বছর এই আইন বলবৎ থাকবে।
কানাডার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এ আইন লঙ্ঘন করে বিদেশিদের আবাসন সম্পদ ক্রয়ে সহায়তা করে, তাহলে তাদের মোটা দাগে জরিমানা দিতে হবে। তবে অন্যদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।
কানাডার রিয়েল স্টেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২০ ও ২০২১ সালে বাড়ির দাম আকাশচুম্বী ছিল। যদিও ২০২২ সালে দাম কিছুটা কমেছে। দাম সর্বোচ্চ মূল্য থেকে ১৩ শতাংশ কমেছে।