লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির এওয়ার্ড প্রদান ১৩০ শিক্ষার্থীকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২২, ২:১২:৪৪ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি বর্ণিল আয়োজনে স্কুলের ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে জিসিএসই এন্ড এম্বেসেডর এওয়ার্ড দিয়েছে।
১৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কমার্শিয়াল রোডস্থ স্কুল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে হাউজ অব লর্ডসের সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিনসহ অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে এওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীদের মধ্যেই হয়তো বৃটেনের একজন ভবিষ্যত প্রধানমন্ত্রী লুকিয়ে আছেন। ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে পারলে ভবিষ্যতে একজন বৃটিশ-বাংলাদেশী প্রধানমন্ত্রী এই দেশ চালাবেন বলে আমরা আশা করতে পারি। বক্তারা অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আমাদের সব ধরনের বিনিয়োগ হতে হবে সন্তানের জন্য। কারণ সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে এই পৃথিবীর যাবতীয় অর্জনই মুল্যহীন হয়ে পড়বে।
লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রধান শিক্ষক আশিদ আলীর সভাপতিত্বে এবং ইয়ার এলেভেন এর শিক্ষার্থী আল আমিন ও রাদিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির চেয়ার অব গভর্ণর এন্ড্রু ডালসন, ভাইস চেয়ার অব গভর্ণর পিটারম্যান, কাউন্সিলার কামরুল হোসাইন মুন্না, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বিবিসিসিআই’র ডিজি আবুল হায়াত নুরুজ্জামান, লন্ডন বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, শিক্ষাবিদ জামাল আহমদ, জামেয়াতুল উম্মাহর শিক্ষক মাওলানা নাসির আহমদ, এলইএ’র সাবেক শিক্ষক জন মেকালভি, ব্যবসায়ী ওয়াজেদ হাসান সেলিম ও লন্ডন স্পোর্টিং ফাউন্ডেশনের সিইও আরজ মিয়া। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির ক্যারিয়ার এডভাইজর মুহি মিকদাদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন স্কুলের সাবেক ছাত্র হাফিজ হোসাইন আহমদ।
বক্তারা স্কুল পরিচালনায় প্রধান শিক্ষক আশিদ আলীর কর্মদক্ষতার ভুয়শী প্রশংসা করে বলেন, তিনি কঠোর পরিশ্রমী এবং উদ্যমী শিক্ষক-সংগঠক। তাঁর সুযোগ্য নেতৃত্বে স্কুলটি অফস্টেড রিপোর্টে ‘ভালো’ স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশী কমিউনিটির প্রাণকেন্দ্রে অবস্থিত স্কুলটিতে বাংলাদেশী বংশোদ্ভুত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ। তাই স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে বৃটিশ মুল্যবোধ শেখানোর পাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি শিক্ষা দেন । একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে । বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ রাষ্ট্রিয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালিত হয় এই স্কুলে । এই স্কুলের সাবেক ছাত্রী জুনাইনা আহমদ ২০২০ সালে টোকিও অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করে সেরা দশজনের মধ্যে একজন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
অনুষ্ঠানের শেষদিকে কেক কেটে শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করা হয় এবং নৈশভোজের মাধ্যমে সমাপ্ত হয়।