আওয়ামী লীগ সম্মেলনে দাওয়াত করলে ভেবে দেখবে বিএনপি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২২, ৮:০৬:২৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে বিএনপিকে দাওয়াত দেওয়া হলে বিষয়টি নিয়ে ভেবে দেখবে দলটি। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কথা জানান।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তারা যদি বিএনপিকে দাওয়াত দেয় তাহলে আপনারা যাবেন কি না- এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘যদি’র ওপর আলোচনা হয় না। তবে আওয়ামী লীগ যদি বিএনপিকে দাওয়াত দেয় তাহলে ভেবে দেখা হবে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।