লন্ডনে ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন রোধে কিছু জরুরি প্রস্তাবনা’ শীর্ষক সেমিনার সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২, ৯:৪২:৩২ অপরাহ্ন
লন্ডন অফিস: বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষায় এক শতাব্দী পর আবারও বাংলাদেশে রোপণ করা হবে মিলিসিয়া এক্সেলসা প্রজাতির গাছ। এই গাছটির বংশ বিস্তার ঘটাতে ১ লাখ ১০ হাজার বিচি বা শস্য দেয়া হচ্ছে বাংলাদেশকে। এর ফলে দূষিত কার্বন ড্রাইঅক্সাইড শোষণ করে পরিবেশে ভারসাম্য বজায় রাখবে।
বিষয়টি তুলে ধরা হয় জলবায়ু নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশন ইষ্টবর্ন শাখার আয়োজিত এক সেমিনারে। গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বিশেষ এই সেমিনার অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন রোধে কিছু জরুরি প্রস্তাবনা’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইয়ান ইলগী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যন মজমিল হোসাইন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র ও কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, ইউরোপীয় অ্যাকশন গ্রুপের সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সাবেক জিএলএ সদস্য মুরাদ কোরেশী এবং ইউরোপীয় অ্যাকশন গ্রুপের সাবেক সভাপতি আনসার আহমেদ উল্লাহ।
আরও উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন যুক্তরাজ্য আওয়ামীলীগ দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: তারিফ, ফারহা নাজ, শিক্ষক এবং পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনায় স্নাতক, মুহাম্মদ মাহফুজ হোসেন এনএইচএস-এ কর্মরত, আফশার হোসেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সানাউর রহমান হ্যামলেটস ওয়ে মসজিদ মাইল এন্ডের সাধারণ সম্পাদক, আমির আলী রসায়ন বিজ্ঞানী, জলিল চৌধরী, মইনুল হক, আমিনুল হক জিল্লু, সায়েদ আহমদ সাদ, বাবুল খান, মনতর আলি রাজু, আবুল কালাম আজাদ, মহিউদ্দিন জগনু, আমির আলী, সারোয়ার কবির, নাসিক উদ্দিন ও দারা মিয়া প্রমুখ।
সেমিনারে মানবসৃস্ট প্রাকৃতি দুযোর্গ থেকে বাংলাদেশের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এতে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত দিয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে শিল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সহায়তা প্রদানের আহবান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ সরকারকে এই গাছ রোপণে সহায়তা করতে সরকারের সহযোগিতা কামনা করা হয়।
সেমিনারে বলা হয় ১৯৭০ সালে ভোলায় প্রলয়ংকরী বন্যায় যেখানে আড়াই থেকে ৩ লাখ মানুষ মৃত্যুবরণ করেছিলেন, সেখানে গত বন্যায় মাত্র ২২ জনের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে সরকারের নেয়া পদক্ষেপ সমূহের প্রশংসা করা হয় বক্তারা বলেন সিলেটে এ বছর জুন মাসে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছিল সারা সিলেটবাসী। জলবায়ু পরিবর্তনের জন্য সিলেটে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।



