রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা এই শীতেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২২, ৯:১২:০০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধে রাশিয়া আগে পরমাণু অস্ত্র ব্যবহার না করার যে নীতি গ্রহণ করেছিল, তা থেকে তার দেশ সরে আসতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অর্থাৎ দরকার মনে করলে আগে মারতে পারে রাশিয়া।
তিনি চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো একই আভাস দিলেন। বিশ্বে পারমাণবিক যুদ্ধের ‘ক্রমবর্ধমান’ হুমকির বিষয়ে সতর্ক করার কয়েক দিন পর এ কথা জানালেন প্রেসিডেন্ট পুতিন।
পুতিনের এ কথা বলার কয়েক ঘন্টার মধ্যে ন্যাটোর মহাসচিব বলেছেন, ইউক্রেনের যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এবং সামরিক জোট এবং ভ্লাদিমির পুতিনের রাশিয়ার মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধ লেগে যেতে পারে – যা সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এই শীতেই ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ সেই ভয়ানক যুদ্ধের আশংকার কথা জানিয়েছেন নরওয়েজিয়ান ব্রডকাস্টার এনআরকে -কে।
তিনি বলেন ‘আমি তাদের প্রত্যেককে বুঝি যারা মনে করে যে খাবারের দাম এবং বিদ্যুতের বিল অনেক বেশি হচ্ছে। কিন্তু ইউক্রেনে পুতিনের বিজয়ের মাধ্যমে আমাদের স্বাধীনতা ও শান্তি হুমকির মুখে পড়লে আমাদের অনেক বেশি মূল্য দিতে হবে।’




