মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে কাউন্সিল অফ মস্ক: মেয়র লুৎফুর রহমান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২২, ৮:৩৮:৫০ অপরাহ্ন
লন্ডন অফিস: বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে ও আনন্দঘন পরিবেশে কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে দুই পর্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি হীরা ইসলাম।
অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মুজিবুর রহমান মুজিব। সংগঠনের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সংগঠনের জেনারেল সেক্রেটারি হীরা ইসলাম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল। সদস্যদের প্রশ্ন পর্ব শেষে ২য় পর্বে অনুষ্ঠিত হয় অতিথিদের আসন গ্রহণ ও বক্তব্য।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ূম মিয়া তালুকদার, লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর সাফি আহমেদ, কাউন্সিলর কামরুল হাসান মুন্না, কাউন্সিলর মুশতাক আহমেদ, কাউন্সিলর বেলাল উদ্দিন, কাউন্সিলর ফারুক আহমেদ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর ভাইস চেয়ারম্যান শামসুল হক, নির্বাহী কমিটির সদস্য ডাঃ মুহাম্মদ আলী, আলহাজ্ব আতিক মিয়া, মাফিজুর রব, মাওলানা মুসলেহ উদ্দিন ও ফারুক আহমেদসহ কাউন্সিল অফ মস্ক এর ৫৯ টি মসজিদের প্রতিনিধিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, টাওয়ার হ্যামলেটস এর বাসিন্দাদের অন্যতম সংগঠন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে। মসজিদ ভিত্তিক এই সংগঠন সব সময় সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাউন্সিলের সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। কাউন্সিল অফ মস্ক সহ সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল দায়িত্ব পালন করতে আমি আপ্রাণ চেষ্টা করব।
তিনি আরও বলেন এডুকেশন, হাউজিং এবং ইয়াংদের জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১.১ মিলিয়ন পাউন্ডের অনুদান প্রদান করছি। “এই আর্থিক সহায়তা জীবনযাত্রার ব্যয়—সংকটের মধ্যেও তরুণদের পড়াশোনা চালিয়ে যেতে আত্মবিশ্বাস এবং উৎসাহ দিতে সহায়তা করবে।”
নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “শিক্ষা আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং লাইফলং লার্নিং বা জীবনব্যাপি শিক্ষায় সহযোগিতা করা আমার প্রশাসনের অন্যতম একটি অগ্রাধিকার। তরুণদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য সহযোগিতা করা এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নেতা হওয়ার উপযোগী টুলস বা সরঞ্জাম তাদেরকে দেওয়া খুবই অত্যাবশকীয়।”
তিনি আরও বলেন, আগামী প্রজন্মের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সক্রিয় ভূমিকা রাখতে হবে। ভবিষ্যতে কাউন্সিল অব মস্ক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে সেক্রেটারি জেনারেল হীরা ইসলাম আর্থিক সংকটের মধ্যেও বিভিন্নভাবে সহযোগিতা করে সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করার জন্য কাউন্সিল অব মস্কের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিগত বছরগুলোতে যেসব ভালো কাজ হয়েছে তার কৃতিত্ব সংগঠনের সকল সদস্যেদের। তাঁরা আমাদের সহযোগিতা করেছিলেন বলেই আমরা সেবা করতে পেরেছি।
এজন্য তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বিগত বছরগুলোর ত্রুটি বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে সকলকে কাউন্সিল অব মস্ক’র পাশে থাকার অনুরোধ জানান।