কুমিল্লায় গণসমাবেশস্থল ও ঈদগাহে নামাজ আদায় বিএনপির
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২২, ৪:২৭:৪৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: কাল শনিবার বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ। সমাবেশে আগত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনটি জুম্মার জামাত অনুষ্ঠিত হয়েছে আজ।
কুমিল্লার টাউনহল মাঠে দুইটি ও ঈদগাহে একটি জামাত হয়েছে। নামাজের জামাত শেষে বিএনপির বিভিন্ন সমাবেশকে ঘিরে নিহত ও আহত নেতাকর্মীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় অংশগ্রহণ করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
জানা গেছে, টাউনহল মাঠের নামাজের ইমামতি শেষে দোয়া করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক।
দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, সমাবেশের মানুষের উপস্থিতি দেশবাসী দেখছে। এই সমাবেশের আয়োজন বিএনপির হলেও এখানে সাধারণ মানুষের উপস্থিতিই বেশি। সাধারণ মানুষ আর বসে থাকতে পারছে না। তেল, চাল থেকে শুরু করে কি আছে যেটার দাম বাড়েনি। মানুষ নিরুপায়। মানুষ অতিষ্ঠ, তাই মানুষ এত প্রতিবাদী হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, কুইক রেন্টালের নামে বিদ্যুৎখাত শেষ করেছে সরকার। শেয়ার বাজার শেষ করেছে। দেশের রিজার্ভ শেষ করেছে। দেশকে বাঁচাতে সাধারণ মানুষ এখন আমাদের সাথে যোগ দিচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ছাত্রদলকর্মী নয়ন হত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে আমাদের দায়ের করা মামলা নেয়া হয়নি। আমরা এগুলার ফাইল রেখেছি।