বিমানটি পড়ল বাড়ির ওপর, নিহত ৮
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২২, ১:৪৮:৪৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার মেডেলিনে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে বিমানের ছয়জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যসহ আট যাত্রী নিহত হয়েছেন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ নভেম্বর) সকালে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি একটি বাড়িতে বিধ্বস্ত হয়। তবে ওই বাড়ির কোনো বাসিন্দা আহত বা নিহত হয়নি বলে জানা গেছে।
সোমবার সকালে ওলায়া হেরারা বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। তখন বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিমানটিকে বিমানবন্দরে ফিরে যেতে বলা হয়েছিল কিন্তু যেতে ব্যর্থ হয়। কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিনের একটি বাড়িতে বিধ্বস্ত হয় বিমানটি। এ সময় আকাশে কালো ধোঁয়া দেখা যায়।
এ বিষয়ে শহরের মেয়র ডেনিয়েল কুয়েনতিরো এক টুইটার পোস্টে জানান, বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।