সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীকে হিথরো বিমানবন্দরে অভ্যর্থনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২২, ২:১৯:৪৩ অপরাহ্ন
শফিকুর রহমান চৌধুরীকে হিথরো বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করছেন যুক্তরাজ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
লন্ডন অফিস: যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে এসেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট ২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
১৯ নভেম্বর রোববার বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা পাঁচটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে হিথরো বিমানবন্দরে এসে পৌঁছেছেন।
বিমানবন্দরের শফিকুর রহমান চৌধুরীকে স্বাগত জানাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরের লাউঞ্জে আসা মাত্র শফিকুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্যর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শফিকুর রহমান চৌধুরীকে হিথরো বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করছেন যুক্তরাজ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, জনসংযোগ সম্পাদক রবিন পাল, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সহ সভাপতি আনহার মিয়া, ময়নুল হক, ইলিয়াস মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, আন্তর্জাতিক সম্পাদক আমিনুল হক জিল্লু, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি এম এ মজনু, মন্তর আলী রাজু, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, লন্ডন মহানগর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আমিনুল হক, তরুণ আওয়ামী লীগ নেতা সারওয়ার কবির, যুক্তরাজ্য তাতীলীগের আহবায়ক এম এ সালাম, যুগ্ম আহবায়ক সিজিল মিয়া, আওয়ামী লীগ নেতা জলিল চৌধুরী,আব্দুল মুছব্বির দুলু, প্রজন্ম একাত্তরের সভাপতি বাবুল হোসেন, যুবলীগ নেতা দারা মিয়া, সৈয়দ জামিল আহমেদ।
যুক্তরাজ্যে অবস্থানকাল তিনি রাজনৈতিক ও বাঙ্গালি কমিউনিটি ও সামাজিক সংগঠনের সাথে মতবিনিময় করবেন।