বিশাল গাড়িবহর নিয়ে খোকাপুত্র ইশরাক ঢাকা থেকে সিলেটে (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২২, ১০:১৫:৩৩ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটে বিএনপির গণসমাবেশে সিলেট বিভাগের নেতাকর্মীদের ঢল নামার পাশাপাশি দেশের অন্যান্য স্থান থেকেও বিএনপি নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে এসে যোগ দিয়েছেন।
এসেছেন ঢাকা সিটির সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশে যোগদানের জন্য প্রায় অর্ধশত গাড়ির বহর নিয়ে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আলিয়া মাঠে প্রবেশ করেন তিনি।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন কয়েক বছর আগে বিএনপির রাজনীতিতে এসে বেশ আলোচিত হন। তিনি সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির টিকেটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে অবশ্য পরাজিত হন তিনি।
বিভিন্ন ইস্যুতেই ইশরাককে মাঠে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায়।