প্রবাসীদের বিভিন্ন দাবি সম্বলিত চিঠি যুক্তরাজ্য আ.লীগ দিয়েছে রাষ্ট্রপতির কাছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২২, ৪:৫৫:০৬ অপরাহ্ন
রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে যুক্তরাজ্য প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি চিঠি হস্তান্তর করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
লন্ডন অফিস: বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে যুক্তরাজ্য প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি চিঠি হস্তান্তর করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশি পাসপোর্ট ধারণ, বাংলাদেশি ভিসাসংক্রান্ত জটিলতা নিরসন, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড এবং বাংলাদেশে থাকা অর্থ-সম্পদের রক্ষণাবেক্ষণ বা তদারকির জন্য কাউকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার ক্ষমতা প্রদান ইত্যাদি সমস্যা এ চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বুধবার ১৬ নভেম্বর লন্ডনের পার্কলেইন হোটেলে রাষ্ট্রপতির কাছে এ চিঠি হস্তান্তর করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী।
এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রবাসীদের ‘পাওয়ার অফ এটর্নি’ বিষয়ক সমস্যাটি রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় রাষ্ট্রপতি প্রবাসীদের সমস্যাটি ধৈর্য্য সহকারে শুনেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ জানান, ব্রিটেনে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশিদের সংখ্যা প্রায় এক মিলিয়ন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ব্রিটেন প্রবাসীরা পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদনে আইডি হিসেবে বিকাশ পাসপোর্ট ব্যবহার করে আসছেন। সাম্প্রতিককালে বাংলাদেশ হাইকমিশন থেকে শুধু বৈধ বাংলাদেশিদেরই বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করার ঘোষণা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন অনেকেই। আর বৈধ বাংলাদেশি পাসপোর্টের অভাবে অনেকের মধ্যেই এখন সম্পত্তি হারানোর ভয় ও শঙ্কা তৈরি হচ্ছে।
যুক্তরাজ্যসহ প্রায় ১ কোটি প্রবাসী বাঙালির এই জটিল সমস্যা নিয়ে এবং প্রবাসীদের নতুন পাসপোর্ট বিষয়ক সমস্যা নিয়েও রাষ্ট্রপতির সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ কথা বলেন।