সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকনের সাথে সত্যবাণী পরিবারের আড্ডায় সতীর্থদের স্মৃতি রোমন্থন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২২, ১১:৪৯:১০ অপরাহ্ন
মতিয়ার চৌধুরী: লন্ডন সফররত দৈনিক প্রথম আলোর নর্থ আমেরিকা ব্যুরো চীফ ইব্রাহিম চৌধুরী খোকনের সাথে সত্যবাণী পরিবারের একান্ত আড্ডা ও নৈশভোজে সতীর্থরা ফেলা আসা দিনগুলোর স্মৃতি রোমন্থন করে কাটিয়ে দিলেন একটি সন্ধ্যা।
৬ নভেম্বর সন্ধ্যায় সৈয়দ আনাস পাশার লন্ডন ইলফোর্ডের বাসায় এই আড্ডায় অংশ নেন প্রখ্যাত সাংবাদিক সত্যবাণীর কন্ট্রিবিউটিং কলামিষ্ট ও লন্ডস্থ বাংলাদেশ মিশনের সাবেক প্রেস মিনিষ্টিার সৈয়দ বদরুল আহসান, সত্যবানীর উপদেষ্টা সম্পাদক মুক্তিযোদ্ধা ও লন্ডনস্থ বাংলাদেশ মিশনের সাবেক প্রেস মিনিষ্টার আবু মুসা হাসান, বিবিসি বাংলা সাংবাদিক মিজানুর রহমান খান ও তার সহধর্মিনী বেগম রোকেয়া নূর, সত্যবানীর বার্তা সম্পাদক নিলুফা ইয়াসমিন হাসান, সত্যবাণীর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দা ফেরদৌসী পাশা কলি, কন্ট্রিবিউটিং এডিটর আনসার আহমেদ উল্লাহ, সত্যবানীর স্পেশাল করসপনডেন্ট ও বার্তা সংস্থা এনএনবি‘র লন্ডন ব্যুরো চীফ মতিয়ার চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল আজিজ ও তার সহধর্মিনী তারা খান।
আড্ডায় অংশ নেয়া প্রায় সকলেই এক সময় ছিলেন ছাত্ররাজনীতি ও সংস্কৃতির সাথে জড়িত। আর তাই তাদের এই প্রাণবন্ত আড্ডায় উঠে আসে কলেজ বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ও রাজপথ কাঁপানো অতীত দিনের আন্দোলন সংগ্রামের প্রসঙ্গ, ঢাকা ও সিলেটর সাংবাদিকতার সেকাল ও একাল, উঠে আসে সাম্প্রতিক প্রসঙ্গও। এর মাঝে বাড়তি যোগ হয় আড্ডার আয়োজক সাংবাদিক দম্পতির পবিবেশনায় দেশী বিদেশী বিভিন্ন পদের খাবার আয়োজন। সুটকী ভর্তা থেকে শুরু করে রোষ্ট পোলাও কোন কিছুরই কমতি ছিলো না এই আয়োজনে। ছিলো সৈয়দা ফেরদৌসি পাশা কলির হাতে তৈরী, দই মিষ্টিসহ আরো কত কি।