চন্ডিপুর এসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক ও দিরাইয়ের সাবেক মেয়রকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২২, ১২:৩৮:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়াকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন চন্ডিপুর এসোসিয়েশন ইউকে। একই সময়ে চন্ডিপুর এসোসিয়েশন ইউকের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ওয়ান কমার্শিয়াল রোড লন্ডন একাডেমিতে মঙ্গলবার অনুষ্ঠিত সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্ডিপুর এসোসিয়েশন ইউকের সভাপতি মোহাম্মদ টিপু চৌধুরী। চন্ডিপুর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুক আহমদ সরদারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চন্ডিপুরের মুরুব্বি কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা কাউন্সিলর ইকবাল হুসাইন, প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমেদ চৌধুরী, দিরাই থানা ডেভেলপমেন্টের সভাপতি সেলিম সরদার, সাবেক সভাপতি আব্দুল মনাফ, সাবেক সভাপতি নাজমুল হোসেন চৌধুরী চান মিয়া, সাবেক সভাপতি মিলিক মিয়া চৌধুরী, সাবেক সভাপতি লুৎফুর রহমান খোকন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আজহারুল ইসলাম শিপার, কাউন্সিলর লিলু মিয়া তালুকদার, কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর মাইশা ইসলাম, সাবেক কাউন্সিলর আহবাব হোসেন, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি আরমান আলী, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রয়েল, ট্রেজারার শাহজাহান তালুকদার, জাকির হোসেন সেলিম, ফজলুল হক, খালিদ মিয়া, আবুবক্কর সরদার, চন্ডিপুর এসোসিয়েশনের সহসভাপতি দুলন মিয়া, যুগ্ম সম্পাদক শাহরিয়ার খোকন, মামুনুর রশীদ, আলমগীর মিয়া, নাসির উদ্দিন, লুৎফুর রহমান, সাঈদুর রহমান প্রমুখ।
চন্ডিপুর এসোসিয়েশন ইউকের জমকালো এ অনুষ্ঠানটিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। আলোচনা সভায় বক্তারা চন্ডিপুর গ্রামকে একটি আধুনিক উন্নয়নশীল আদর্শ গ্রামে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ অব্যাহত রাখতে চন্ডিপুর এসোসিয়েশনের প্রতি আহবান জানান।
পরিশেষে চন্ডিপুর গ্রামের যুবক সুমন শহীদ যুক্তরাষ্ট্রে গমন উপলক্ষে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় চন্ডিপুর এসোসিয়েশন ইউকে।-বিজ্ঞপ্তি