ইমরান খানকে হত্যার পরিকল্পনা, ৪ জনের রুদ্ধদ্বার বৈঠক, ওরা কারা?(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২২, ২:২৫:৫৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: বুলেটবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল হাসপাতাল থেকে জাতির উদ্দেশে বলেছেন, তিনি একটি ভিডিও করেছেন। সেটা সংরক্ষিত আছে। তাতে বলা আছে ৪ জনের নাম। যদি তার কিছু হয় ওই ভিডিও রিলিজ পাবে। জাতি জানবে, বিশ্ব জানবে কাদের পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়েছে ইমরান খানকে।
তিনি বলেন, ওরা ৪ জন রুদ্ধদ্বার বৈঠক করে আমাকে হত্যার পরিকল্পনা করেছে। ব্যাপারটা এমন না যে, কেউ মেরে ফেললো আর কয়দিন পর সব ভুলে গেল।
ক্রিকেট বিশ্বের এক সময়ের উচ্চ প্রশংসিত অলরাউন্ডার যার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জিতেছিল, সেই ইমরান খান বললেন, আমি তথ্য(গোপন) কোথায় পাই? পাই প্রশাসনের ভিতরের মানুষ থেকে। আমি সাড়ে তিন বছর প্রধানমন্ত্রী ছিলাম। জায়গায় জায়গায় আমাকে আমার দলকে ভালবাসে এমন মানুষ আছে। তারা দেন। আমি জানি কোথা থেকে কীভাবে তথ্য নিতে হয়।
ইমরান খান বলেন, মিলিটারি পাওয়ার দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখা যায় না। রাজনৈতিক শক্তি দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হয়। ১৯৭১ সালে বাংলাদেশের উপর জুলুম করা হয়েছিল। তাদের অধিকার দেয়া হয়নি। নির্বাচনে তারা জিতেছিল। তাদেরকে ক্ষমতা দেয়া হয়নি। পরে তারা আলাদা হয়ে গেল। মিলিটারি এ্যাকশন দিয়ে ধরে রাখা যায়নি ইস্ট পাকিস্তান।
বললেন, এখন পিটিআই সংখ্যাগরিষ্ট মানুষের দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল পাকিস্তানে, এই দল এবং দলের চেয়ারম্যান জুলুমের শিকার।
গুলিবিদ্ধ ইমরান খান হাসপাতাল থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ‘আমরাও মানুষ, আমাদেরকে পশু ভাববেন না।’
তিনি আরও বলেন, পুরো দেশটাই চুরি হয়ে গেছে, এবার সামনে দুইটা পথ খোলা আছে একটা শান্তির আর অন্যটা রক্তক্ষয়ী বিপ্লবের।
উল্লেখ্য, আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের কনটেইনার লক্ষ্য করে গুলি করে এক অজ্ঞাতপরিচয় হামলাকারী ৩ নভেম্বর। করাচি থেকে ইসলামাবাদ যাওয়ার পথে ওয়াজিরাবাদের গুজরানওয়ালার আল্লাহ হো চকের কাছে এ হামলা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি ও হুড়োহুড়ি করে। পুলিশ জানায়, হামলায় ইমরান খানের পায়ে তিনটি গুলি লেগেছিল। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত। পুলিশ আরও জানায়, একমাত্র হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
৪ নভেম্বর সন্ধ্যায় ইমরান খানের বক্তব্য নিচের ভিডিওতে




